1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে আনতে উঁকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন: রফিকুল ইসলাম দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ রাজনীতিতে ফিরতে পারবে না গুমের সঙ্গে জড়িত কেউ: প্রেস সচিব কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইসলামী বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের নতুন বই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মিরাজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক- তৌহিদুল ইসলাম (মিনার মাষ্টার) আর নেই সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে: হাসান আরিফ ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর

ইসলামী বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের নতুন বই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : ২২ নভেম্বর (শুক্রবার ) রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের প্রকাশিত ৪ টি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়। বই চারটি হলো; ইয়েমেন ক্রাইসিস (মূল : স্টিফেন ডে এবং নোয়েল ব্রিহোনি), দ্য ওয়ার অন দি উইঘুরস ( শন রবার্টস), চিফ উইটনেস (সায়রাগুল সাউতবেই), কুর্দি ও কুর্দিস্তান (চেঙ্গিজ গুনেস)।
উল্লেখ্য, বই চারটিই বাংলায় অনুবাদ করা।

ফাউন্টেন পাবলিকেশন্সের স্বত্বাধিকারী আব্দুর রহমান আদ দাখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গবেষক ডক্টর শামসুল আরেফিন শক্তি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও লেখক মাওলানা মানযূর আহমাদ, জনপ্রিয় ও পাঠকনন্দিত লেখক মাওলানা আতিকুল্লাহ, সম্পাদক ও অনুবাদক মোস্তফা আল হোসাইন আকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জিহাদ উল্লাহ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আলেম ও লেখক মুফতি আফফান বিন শরফুদ্দিন, লেখক মাওলানা তানজিল আরেফিন আদনান, জনপ্রিয় লেখক আম্মারুল হক, লেখক ও সম্পাদক আশরাফুল হক, লেখক সালাউদ্দিন আহসান এবং মাওলানা বেলাল বিন আলী সহ অনেকেই।
বক্তারা বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বইপাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষ নতুন করে চিন্তা করতে শেখে। মানুষের নতুন ভাবনা দিগন্ত উন্মোচন করে বই।
সঠিক বই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বই মানুষের মনোজাগতিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আর এই মনোজগত পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত বই। এক্ষেত্রে ইসলামি বইগুলোর অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা যায়। ইসলামি বইগুলো মানুষকে সঠিক পথ দেখায়।

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে লেখক মাওলানা আতিকুল্লাহ বলেন, ফাউন্টেন পাবলিকেশন্স জাতির ধর্মীয় জ্ঞানের খোরাক জোগাতে ভূমিকা যে রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা ফাউন্টেন পাবলিকেশন্সের বইগুলো মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com