বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে।’
শনিবার বিকেলে পুরানা পল্টনের কালভার্ট রোডে বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ইসলমী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বলেন, ‘আমরা আশ্চার্য হয়েছি, যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করে। এ সরকারের মুখপাত্র ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন দিল্লি আছে তো, আমরা আছি। এ দিয়ে তিনি কী বোঝাতে চান।’
তিনি বলেন, ‘লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কোনো দালালের জায়গা বাংলার জমিনে হবে না।’ এসময় তিনি আগামী ১৩ অক্টোবর দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন।