বঙ্গনিউজবিডি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তেল উৎপাদন বাড়ানোয় তার প্রশাসন সৌদি আরবের প্রশংসা করলেও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি এখনো দৃষ্টিভঙ্গি বদলাননি ।
জো বাইডেন বলেন, সৌদি আরবে যাওয়ার বিষয়ে তিনি নিশ্চিত নন এবং এই মুহূর্তে সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি আশাবাদী।
হোয়াইট হাউসের একটি সূত্র বাইডেনের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করার মধ্যেই গত শুক্রবার এমন বক্তব্য দিলেন তিনি।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের পরিকল্পনা সম্পর্কে অবগত একজন বলেন, সৌদি আরব ও ইসরায়েল সফরের সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। কিন্তু সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি।
সৌদি আরব সফর প্রসঙ্গে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘দেখুন, মানবাধিকারের বিষয়টি নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাব না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ হচ্ছে শান্তি আনা। যদি পারি আমি সেই চেষ্টাই করব। ’
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বাইডেন সাক্ষাৎ করবেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজ সালমানের হাত ছিল বলে দাবি করেছেন খোদ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এ হত্যাকা- নিয়ে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে তিক্ততা তৈরি হয়।
যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যকার অনর্থক যুদ্ধ নিরসনের দিকে আমি মনোযোগ দিতে চাই। ’
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস গত বৃহস্পতিবার উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ওপেক প্লাসের এমন উদ্যোগকে ইতিবাচক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মতৈক্য তৈরি করতে পারায় সৌদি আরবের প্রশংসা করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের। সূত্র: এএফপি