বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কার্ডহোল্ডারদের শীতকালীন বিশেষ পুরস্কার দিতে। এই ক্যাম্পেইন চলবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ১৫ জন বিজয়ী পাবেন এক্সক্লুসিভ গ্যাজেট ভাউচার, যার মধ্যে রয়েছে টপ স্পেন্ডারের জন্য ১,৫০,০০০ টাকা মূল্যের একটি গ্র্যান্ড প্রাইজ। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য থাকছে ১,০০,০০০ টাকার ভাউচার, তৃতীয় স্থানের দুইজন বিজয়ীর জন্য ৭৫,০০০ টাকার ভাউচার, পরবর্তী চারজন বিজয়ীর জন্য ৫০,০০০ টাকার ভাউচার এবং শেষ সাতজন বিজয়ীর জন্য রয়েছে ৩০,০০০ টাকার ভাউচার। মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এজন্য ক্যাম্পেইন চলাকালীন তাদের বাংলাদেশে যেকোনো মাস্টারকার্ড-ইস্যুকৃত ব্যাংক বা নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) থেকে তিনটি বা তার বেশি রিটেইল পিওএস, ই-কমার্স বা আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করতে হবে। মাস্টারকার্ড ব্র্যান্ডের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ লেনদেনের পরিমাণের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে।