1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

একটুর জন্য জ্ঞান হারাননি পাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। জিতে গিয়েছিল বাংলাদেশ। তবে নো বল নিয়ে সৃষ্টি হয়েছিল এক নাটকীয় ঘটনা। এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাকের মত অবস্থা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। ব্রিসবেনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেন তিনি।

পাপন বলেন, যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।

শেষ বলে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। মুজারাবানিকে স্ট্যাম্পিং করতে গিয়ে স্টাম্পের আগে বল ধরে বিপত্তি বাধান নুরুল হাসান সোহান। বাংলাদেশ যখন জয় উদযাপন করছিল তখনই আম্পায়ার ‘নো’ বলের সংকেত দেন। আবার বোলিংয়ে আসেন মোসাদ্দেক। ফ্রি হিটের বল তিনি ডট দেন। বাংলাদেশ জয় পায় তিন রানে।

গ্রুপ-২ এর ম্যাচে রোববার বাংলাদেশ আগে ব্যাটিং করে ১৫১ রানের লক্ষ্য দেয় শেভরনদের। রান তাড়ায় নেমে জিম্বাবুয়ে ১৪৭ রান করে। এই জয়ে গ্রুপে ভারতের পর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

বিসিবি সভাপতি জানান জিতলেও তার মন খারাপ। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে আরো বেশি ব্যবধানে জেতা উচিত ছিল বলে মনে করেন তিনি, ‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যেকোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিতত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ’।

খানিকটা অতৃপ্তি থাকলেও কিছুটা খুশিও তিনি, ‘জিতলে তো খুশি লাগবেই। যেটা বলছিলাম, জিতলে তো ভালো লাগবেই। যে অবস্থা, আমরা আসলে এ ধরনের অনেকগুলো ম্যাচ বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে লাস্ট ৩ ওভারে ব্যাটিং এবং বোলিংয়ে একেবারেই ভালো করছি প্রশ্নই ওঠে না। খুবই খারাপ অবস্থা। আমরা শেষ ৩ ওভারে রান ও পাচ্ছি না, আবার প্রচুর রানও দিয়ে দিচ্ছি’।

অবশ্য ২০ ওভারের ক্রিকেটে কাউকে আলাদা করে ফেভারিট বলতে নারাজ নাজমুল হাসান পাপন। তার স্পষ্ট কথা, ‘সবসময় মনে রাখতে হবে টি-টোয়েন্টিতে নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড- এরা প্রত্যেকেই কিন্তু শক্তিশালী। জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে দেখেছেন এর আগে পাকিস্তানের সঙ্গে জিতেছে। এটা একটা অবিশ্বাস্য জয়। ইংল্যান্ড হেরে গিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে। আমার কথা হচ্ছে এই ফরম্যাটটাই এ রকম। ওরা কিন্তু ফোকাস করে একটা ফরম্যাটেই, উপরে যে দলগুলোর কথা বললাম, এরা শুধু টি-টোয়েন্টি খেলে। সো ওদের সঙ্গে খেলাটাকে হালকা করে নেওয়ার কিছু নেই’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com