বঙ্গনিউজবিডি ডেস্ক: একটি ছাগলের দাম কত হবে ১০, ২০ কিংবা ৩০ হাজার টাকা। তবে কখনো কি শুনেছেন একটি ছাগলের দাম ১৮ লাখ টাকা? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই দেখা গেছে অস্ট্রেলিয়ায়। সেখানকার একটি ছাগলের নিলামে দাম উঠেছে ২১ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৮ লাখ টাকা।
জানা যায়, অস্ট্রেলিয়ার পশ্চিম নিউ সাউথ ওয়েলসে বুধবার অনুষ্ঠিত নিলামে ছাগলটিকে ঐ দামেই কিনেছেন এন্ড্রু মোসলে। কেনার পর মারাকেশ প্রজাতির ঐ ছাগলটিকে ‘খুবই স্টাইলিশ’ বলে আখ্যা দিয়েছেন ক্রেতা। নিলামে ছাগল কেনায় উচ্চমূল্য পরিশোধের আগের রেকর্ডটি ছিল মোসলের দখলেই।
এই ছাগল ব্যবসায়ী গত বছর সেটি কিনেছিলেন ১২ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশি টাকায় ১০ লাখ ৩০ হাজার টাকা। ছোটবেলা থেকেই বন্য ছাগল পালনে সম্পৃক্ত মোসলে প্রথম ছাগল বিক্রি করেছিলেন মাত্র পাঁচ ডলারে। যা বাংলাদেশি টাকায় ৪২ হাজার টাকা। ছাগল কেনাবেচা এখন তার নেশা-পেশা দুটোই।