বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল সাকিব আল হাসানের দল।
বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২৫ রান করতে সমর্থ হয় আইরিশরা। সাতে নামা কুর্তিস ক্যাম্ফারই একটু প্রতিরোধ গড়েছেন। ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসটি অবশ্য শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। স্পিন ঘূর্ণিতে সাকিব ফিরিয়েছেন রস অ্যাডায়ার (৬), লরকান টাকার (৫), হ্যারি টেক্টর (২২), গ্যারেথ ডেলানি (৬) ও জর্জ ডকরেলকে (২)। আজ ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ উইকেট শিকারি বনে গেলেন সাকিব। তিনি ছাড়িয়ে গেছেন ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটসংখ্যা এখন ১৩৬টি। বাংলাদেশ অলরাউন্ডার খেলেছেন ১১৪টি ম্যাচ।
সাকিবের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদও। ৩ ওভারে ২৪ রানে ৩ উইকেট শিকার তার।