বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেছেন, রান রেট নয়, দলের লক্ষ্য হচ্ছে চলতি টি-২০ বিশ্বকাপে যতটা সম্ভব ম্যাচ জয় করা।
এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দু’টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জয় পায় টাইগাররা। বাকি একটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সংক্ষিপ্ত ভার্সনে রান বিবেচনায় নিজেদের সবচেয়ে বড় ১০৪ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।
গ্রুপ-২এ ভারতের পর টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। রান রেটের হিসেবেও বেশ পিছিয়ে টাইগাররা। তবে এই রান রেটই টুর্নামেন্টে শেষ দিকে সমস্যায় ফেলতে পারে বাংলাদেশকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বলে সর্বোচ্চ ৭১ রান করেন শান্ত। তার ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করতে পারে বাংলাদেশ।
ম্যাচ শেষে শান্ত বলেন, না, সত্যিই আমরা নেট রান রেট নিয়ে ভাবছি না। আমরা শুধুমাত্র ম্যাচ জয়ের লক্ষ্য স্থির করেছি।
এ ম্যাচে টি-২০ ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া শান্ত এমন ইনিংসের কল্যাণে টিম ম্যানেজমেন্টের বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। এর আগে ম্যাচগুলোতে রান না পাবার পরও শান্তর উপর আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট।
শান্ত জানান, এর আগে চেষ্টা করেও বার বার ব্যর্থ হওয়ার পর আজকের ইনিংসটি ছিল বিশেষ কিছু।
শান্ত বলেন, আমার মনে হয়, এটা আমার সেরা ইনিংস। কারণ এটিই আমার প্রথম টি-২০ হাফ-সেঞ্চুরি। এজন্য স্পেশাল।
তিনি আরো বলেন, আমাদের বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ-তাসকিন-হাসান সবাই খুব ভালো বোলিং করেছে। ভালো বিষয় হলো সবাই একে অপরকে সহায়তা করেছে। এখন উন্নতিও বেশ ভালো হচ্ছে। আমরা পরের ম্যাচেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।