রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.আল মাহমুদ হাসান (৪৬) গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্হ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর-৩ (সদর-সিটি) আসনের সংসদ সদস্য, পল্লীবন্ধু এরশাদ পুত্র- রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
সাদ এরশাদ এমপি আজ এক শোক বার্তায় বলেন, লালমনিরহাট সদর থানাধীন গার্ডপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ২০১০ সালের ১ ডিসেম্বর ২৮ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানকৃত চৌকস এই অফিসার চাকরি জীবনে নীলফামারী, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও রেলওয়ে পুলিশ এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশের (এডিসি) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যুবরণ করেন। যা অত্যান্ত বেদনাদায়ক।
সাদ এরশাদ এমপি, মরহুম মো.আল মাহমুদ হাসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া স্ত্রী ও এক কণ্যা সন্তান সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।