সর্বশেষ চলতি বছরের মার্চে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপরই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তার জন্য। আর এবার তো চিরতরেই বন্ধ হয়ে গেলো। যদিও এশিয়া কাপের দল ঘোষণার আগে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর কপাল খোলেনি তার।
এদিকে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবাল চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে নিজে সরিয়ে রেখেছেন।
তিনি ছাড়াও স্পিনার তাইজুল ও ব্যাটার রনি তালুকদারও নেই এশিয়া কাপের দলে। তবে তামিম নিজে সরে গেলেও এই দুজন বাদ পড়েছেন। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
তামিম না থাকায় বিকল্প ওপেনার খুঁজতে গিয়েই নির্বাচকদের চোখ পড়েছে জুনিয়র তামিমের উপর। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করে সবার নজর কাড়েন অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার। শেষ পর্যন্ত এই তরুণকেই এশিয়া কাপের স্কোয়াডে ডাকেন নির্বাচকরা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।