বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে ছিটকে পড়ে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপ জিতে নেয় শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বেও এবারের এশিয়া কাপে তেমন পারফর্ম্যান্স দেখাতে পারেনি রোহিত শর্মার দল। তারপরও আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই ফেভারিট বলে দাবি করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্পিনার মন্টি পানেসর।
তিনি বলেন, বিশ্বকাপের আগে সব টিমই মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে। ইংল্যান্ড টিমও ওঠা-নামার মধ্যে দিয়ে যাচ্ছে। ‘দ্য হান্ড্রেড’ থেকে একজন টিমে এসেছে। কয়েকটা সিরিজে আমরা যেমন ভাল খেলেছি, তেমন কয়েকটাতে খেলতে পারেনি।
তিনি আরও বলেন, গত সামারে ইয়ন মর্গ্যানের ক্যাপ্টেন্সি খুব মিস করেছি। সামনেই পাকিস্তান সিরিজ রয়েছে। ওখানে আরও ভাল করে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে। অবশ্যই ফেভারিট হিসেবে শুরু করবে ভারত। জানি এশিয়া কাপে ওরা একদমই ভাল পারফর্ম করতে পারেনি। আসলে ভারতীয় দলটা এতটাই শক্তিশালী যে যেখানেই খেলুক না কেন, সবসময় ফেভারিট হয়েই নামে।