দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (৩০ এপ্রিল )। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ পুত্র, রংপুর- ৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা বসতে যাচ্ছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা রইল। তাঁরা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করে।