মোঃ আবু তাহের পাটোয়ারীঃ এস এ পরিবহনের কর্ণধার বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ সালাহ উদ্দিন আহমেদ এর সহধর্মীনি এস এ পরিবহনের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজ সেবিকা
নুরনাহার বেগম এর প্রথম মৃত বারষিকী ও তাঁর মাতা মরহুমা শরাফত বানুর ১৭ তম মৃত বার্ষিকী- পিতা মরহুম রেহান উদ্দিন মোল্লা এবং পরিবারের প্রয়াত অন্যান্য পরলোকগত ব্যক্তিদের স্বরণে আজ ১৮
অক্টোবর সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদের বটখিল গ্রামের নিজ বাড়িতে কোরআনখানি;মিলাদ দোয়া মাহফিল ও বিশাল মেজবানির (জেয়াফত)এর
আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন শুভানুধ্যায়ীসহ এলাকার ব্যাপক সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।এ সময় মুহুমের সমাজ সেবা জনহিতৈষিকর বর্ণাঢ্যময় কর্মজীবন নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
- অনুষ্ঠানটি সার্বিকভাবে তদারকি করেন এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ও পরিবারের অন্যান্য সদস্যগণ।