ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, এই দেশটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার। এ দেশটা যতটা একজন মুসলমানের ঠিক ততটাই একজন হিন্দুর, একজন বৌদ্ধের , একজন খৃষ্টানের । এই সমঅধিকার এর প্রশ্নে একবিন্দু ছাড় নেই বলে তিনি মতামত ব্যক্ত করেন ।
তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বিএনপি মহাসচিব আপনাদের ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারদীয় শুভেচ্ছা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
ফাড়াবাড়ি, স্কুল হাট, গড়েয়া, হল পাড়া, আশ্রমপাড়াসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা ফয়সাল এসব কথা বলেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে মহাঅষ্টমীর রাতে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে পূর্ণ একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার সারারাত ব্যাপী মহাঅষ্টমীতে ও শনিবার সকাল থেকেই পূজামণ্ডপগুলোর পাহাড়ায় তৎপর ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা। সংশ্লিষ্ট পূজা কমিটির প্রতিটি দুর্গাপূজার আয়োজনে অনুদান, স্বেচ্ছাসেবক ও সবকিছু দিয়ে বিএনপির এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটি ও বিএনপি-অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুরসহ জেলার সবখানে দুর্গাপূজার সময় তৎপর দেখা গেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে।
জাকির মোস্তাফিজ মিলু