আবু নাছির আহম্মেদ ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার ৭ নং পাথর্শী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিশাল গরুর মই মেলা আয়োজন করা হয়। এই মেলাই প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সম্রাট সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং পাথর্শী ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন ৭ নং পাথর্শী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম। আরও ইসলামপুর সদর থেকে আগত ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা। উক্ত মেলাই উপজেলার বিভিন্ন যায়গা থেকে দর্শকদের উপচে পরা ভির পরে। এই খেলাই অংশ নেন জামালপুরের ও শেরপুর জেলার বিভিন্ন যায়গা থেকে বিশাল বিশাল ষাড় গরু নিয়ে আসেন। স্থানীয় এলাকার উৎসুক দর্শকদের কাছে জানা যায় ৪৫/৫০ বছরের মধ্যে পশ্চিম ইসলামপুরে এই ঐতিহ্যবাহী মই মেলা হয়নি। এই ঐতিহ্যবাহী গরুর দৌড় মই খেলা দেখে আমরা খুবই আনন্দীত। এখন এই খেলা হয় না বিলুপ্তর পথে। যদি প্রতিবছর মই মেলা হয় তাহলে বতর্মান এবং ভবিষ্যতে আমাদের সন্তানরা উপভোগ করতে পারবে।