জবাবে ব্যাট করতে নেমে ১৫-১৬ ওভার পর্যন্ত খেলায় টিকেছিল ওমান। কিন্তু ১৭তম ওভারে এসে সাকিব পর পর দুটি উইকেট নিলে খেলার মোড় ঘুরে যায়। পরের ওভারে মোস্তাফিক আরো দুটি উইকেট শিকার করলে বাংলাদেশের ম্যাচ জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
পরে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে ২৯ বলে ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।
যে কারণে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার উঠেছে সাকিবেরই হাতে।
ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে ওমানের সাহসের প্রশংসা করলেন সাকিব। পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের কষ্টের কথাও তুলে ধরলেন।
বললেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে হারটা আমাদের ব্যথিত করেছিল। তবে স্কটল্যান্ড দলকে কৃতিত্ব দিতেই হবে। তারা খেলার আগে থেকেই প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে হারের কারণে এই ম্যাচটা আমাদের কাছে কঠিন ছিল। ওমান দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বেশিরভাগ সময়ই তারা ম্যাচে ছিল।আমরা আমাদের স্নায়ুচাপ ধরে রেখেছি৷ ওমান যেভাবে খেলেছে,তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক সাহস নিয়ে খেলেছে।এই জয় আমাদের স্নায়ুচাপ ধরে খেলতে সাহায্য করবে। আমরা দলবদ্ধ হয়ে খেলেছি যে আমাদের জিততেই হবে। পাপুয়া নিউগিনির বিপক্ষেও ম্যাচটা জিততেই হবে আমাদের। এরপর দেখা যাক কি হয়!’