কলাতলী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কচ্ছপ উদ্ধার করেছে দক্ষিণ বন বিভাগ।
উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী। যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না।
উদ্ধারকৃত কচ্ছপগুলো হিমছড়ি জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশের মিঠা পানির জলাধারে অবমুক্ত করা হবে।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো: হাবিবুল হক সঙ্গীয় স্টাফদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।