বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমার চলে গেছে ঘূর্ণিঝড় মোখা। আর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর সূত্রে এতথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম, পায়রা ও মোংলাসহ সব সমুদ্রবন্দরে ১০ ও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, উপকূলীয় এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট এলাকায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সোমবার (১৫ মে) থেকে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হবে। তবে ১৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে বলে জানায় আবহাওয়া অফিস।