আসলাম ইকবালঃ তরুন কবি ও ফটোগ্রাফার কবি ওয়াসেল রানার কবিতা গ্রন্থ ‘স্মৃতির পাতায় জাতির পিতা’ বইটি গত গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ মূলক কবিতা গ্রন্থ এই বইটি। তাছাড়া বইটিতে ৭ই মার্চের ভাষনের উপর আত্মসমালোনা এবং নানা স্মৃতিচারণ মূলক আধুনিক ভাবনার আত্ম ফলন হলো এই কবিতা গ্রন্থ। বইটিতে প্রায় ২১ টি বিভিন্ন ধরনের কবিতা স্থান পেয়েছে। যেমনঃ এক নজরে স্মৃতির পাতায় জাতির পিতা, তুমি ছিলে বলে, রক্তাক্ত-৩২, শ্রদ্ধেয় বঙ্গমাতা, নীড় ছাড়া দুটি পাখি, একজন নেতা এবং গ্রেফতার, একটি সোনার বাংলা, ৭ই মার্চ, তুমি পিতা তুমি বন্ধু প্রিয় নেতা, মানবতার মহামানবের ত্যাগ, একশ বছর পর, মুক্তি, একটি সমাবেশ একজন নেতা এবং তার যত কথা, অশ্রু সজলে এক সমাবেশ, একজন সকল নেতা বাঙালির পিতা, হয়তো হতো না, সফলতা ও তারুন্য ইত্যাদি কবিতা। এটি আসলে কবিতার বই হলেও শুরুতেই জাতির পিতার সংক্ষিপ্ত জীবন চিত্র সংযোজন করেছেন। বইটির মলাটের নীচে কবি ওয়াসেল রানা লিখেছেনঃ “একজন বঙ্গবন্ধু, একজন জাতির পিতা। বঙ্গবন্ধু কোন বন্টনে নয়, নয় শুধু আমার, বঙ্গবন্ধু আমাদের শক্তি, আমাদের মুক্তি, একজন বঙ্গবন্ধু আমার এবং আমাদের। বঙ্গবন্ধু আমাদের শক্তি, আমাদের মুক্তি, আমাদের সাহস, আমাদের তেজ। একজন বঙ্গবন্ধু এদেশের অহংকার, আমাদের আনন্দ, চিৎকার। একজন বঙ্গবন্ধু এ বাংলার সদা বহমান, বঙ্গবন্ধু কখনোও কবিতা, গল্প কখনোও গান।
কবি ওয়াসেল রানার মূল নাম-আবু সুফিয়ান মোঃ ওয়াসেল রানা, জন্ম ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারী শেরপুর জেলার নালিতা বাড়ীতে। তিনি পেশায় একজন ফটোগ্রাফার। লেখেন কবিতা, গল্প, গান। তাছাড়া নাট্যতীর্থ নাটদলেরও একজন নাট্যকর্মী। তার পিতা মৃত্য আব্দুল লতিফ, মাতা-মর্জিয়া বেগম, ভাই-রাসেল ও বোন-সালমা, আর তার কবিতার উৎসাহদাতা কবির স্ত্রী সাদিয়া আক্তার নিশা। এরপর একজন কবির মেয়ে ওয়াসফিয়া নূর, কবির সারাদিনের ক্লান্তির একমাত্র শান্তি। কবি এই গ্রন্থটি প্রিয় শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বইটির প্রকাশকঃ মঈন মুরসালিন, প্রতিভা প্রকাশ থেকে প্রথম প্রকাশ হয় ফেব্রুয়ারী-২০২১। প্রচ্ছদঃ সঞ্জিব রায়, বইটির মূল্যঃ ১৬০ টাকা। এই বইটির শুভদৃষ্টি ও বহুল প্রচার কামনা করছি। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।