কে,এম,আবুল হোসেন, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লার, কাইমপুর নিবাসী -কমর আলী হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস নাজমুন নাহার গতকাল রাত আনুমানিক দেড়টায় দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায়, এই মায়াবী পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে, এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে, অনন্ত কালের জন্য পরকালের মেহমান হয়ে গেলেন। এই মহীয়শী নারীর মৃত্যু তে, তার কর্মস্থল, কমর আলী হাইস্কুল এন্ড কলেজের সর্বস্তরের তার সহপাঠী শিক্ষক শিক্ষিকা,অত্র বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা গভীর সমবেদনায় ব্যাথিত। শোকার্ত পরিবারের সকলকে এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করুন। সেই সাথে মৃত ব্যক্তি কে মহান রাব্বুল আলামিন বেহেশতের সুপ্রশংসিত স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।