রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বির্নিমাণে যুবকদের ভাবনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, কয়রা থানার এস আই মোঃ রাজেত, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শিক্ষক আঃ রউফ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, শিক্ষার্থী বায়োজিদ হোসেন প্রমুখ।