রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : কয়রায় প্রাকটিক্যাল অ্যাকশনের কয়রায় চলমান প্রকল্পের সমাপনী বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাকটিক্যাল অ্যাকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার এস এম আশিকুল ইসলাম, মাঠ সহায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আঃ করিম, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, ইউপি সচিব এম এম রানা, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবু হুরাইরা খোকন, আবুল কালাম শেখ, মাসুম বিল্লাহ, শেখ সোহরাব হোসেন, শফিকুল ইসলাম , মিজানুর রহমান, নাজমুছ সাদাত, সেলিনা আক্তার লাইলি, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, সিপিপির সদস্য হাফেজ মনিরুজ্জামান, মনিরা খাতুন, সাইফুল ইসলাম, মোল্যা মনিরুজ্জামান মনি প্রমুখ।
কর্মশালায় প্রকল্পের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কয়রা সদর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৫ জন্য সদস্য অংশ গ্রহণ করেন।