জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য জানান। রাজিব হোসেন ফরিদপুর পুলিশের বিশেষ শাখায় পরিদর্শকের দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার ভেদামারীতে তার বাড়ি।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গত ১৭ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় রাজিবের পজেটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
ফরিদপুরের সিভিল সার্জন সার্জন সিদ্দিকুর রহমান জানান, গত ৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬০ জন। এ জেলায় করোনাভাইরাসে মোট মারা গেছেন ১৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৫১ জন।