বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক শহিদুজ্জামান খান।
রবিরার রাত ৭টা দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েক দিন আগে তিনি রাজধানীর স্পেসালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখানে তাঁকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল।
শহিদুজ্জামান খান জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শোক প্রকাশ করেছেন।