জানা গেছে, হাসপাতালে অরিজিতের মা ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। সঙ্গে চলছিল একমো সাপোর্ট। চলছিল কিডনি ডায়ালাইসিসও। ধীরে ধীরে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।
সপ্তাহ দুয়েক আগে রক্তের সঙ্কটে জীবন বিপন্ন হয়েছিল তার। প্রয়োজন ছিল এ নেগেটিভ গ্রুপের রক্ত। সোশ্যাল মিডিয়ায় রক্ত চেয়ে পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও সৃজিত মুখার্জি।
উল্লেখ্য, ২০০৫ সালে টেলিভিশন রিয়ালিটি শো ফেম গুরুকুল থেকে উত্থান অরিজিৎ সিংয়ের। আর এখন তার কণ্ঠ জয় করেছে শ্রোতাদের হৃদয়। মুর্শিদাবাদে জন্ম ও বড় হয়ে ওঠা অরিজিৎ ২০১৩ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘আশিকী ২’ ছবির গান ‘তুম হি হো’ গেয়ে এক মুহুর্তেই স্পটলাইটে চলে আসেন। বছরের শ্রেষ্ঠ গান নির্বাচিত হওয়ার পাশাপাশি ‘তুম হি হো’ থেকে শুরু হয় ‘সুপারস্টার’ গায়ক অরিজিতের পথ চলা।