বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর বিভাগে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে বিভাগে করোনায় ১৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্ত হার ২৬ দশমিক ০৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ঠাকুরগাঁও জেলার তিনজন, কুড়িগ্রামের তিনজন, নীলফামারীর দুইজন, রংপুরের দুইজন এবং পঞ্চগড় ও গাইবান্ধার একজন করে মারা গেছেন।
একই সময়ে বিভাগে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, দিনাজপুরের ৮৪ জন, রংপুরের ৮৩ জন, নীলফামারীর ৮৩ জন, পঞ্চগড়ের ৫৬ জন, কুড়িগ্রামের ৫৬ জন, গাইবান্ধার ৪৩ জন ও লালমনিরহাটের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ০৩ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে মারা যাওয়া ১২ জনসহ বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। তাদের মধ্যে দিনাজপুর জেলায় ২৩৬ জন, রংপুরে ১৪২ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৪ জন, নীলফামারীতে ৫০ জন, লালমনিরহাটে ৪৩ জন, কুড়িগ্রামে ৩৮ জন, পঞ্চগড়ে ৩৪ জন ও গাইবান্ধায় ৩৪ জন মারা গেছেন। এছাড়া নতুন শনাক্ত ৫১১ জনসহ বিভাগে এ পর্যন্ত ৩৪ হাজার ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্র জানায়, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৮২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যু।