বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজারে এক চিকিৎসক দম্পতির আড়াই বছর বয়সী শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির নাম কাজী রুয়াইফি বিন নওশেদ। করোনায় আক্রান্ত হয়ে গত নয় দিন ধরে ঘরবন্দী জীবন পার করছে শিশুটি। তার বাবা এস এম নওশেদ রিয়াদ ও তাসমিহা নওশেদ চৌধুরীর দু’জনেই চিকিৎসক। তারাও করোনা আক্রান্ত।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন রুয়াইফি ও তার মা তাসমিহার দেহে করোনার উপসর্গ দেখা দেয়। ওই দিনই নমুনা পরীক্ষা করে দু’জনের করোনা শনাক্ত নিশ্চিত হয়। এরপর থেকে মা ও ছেলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, রুয়াইফির বাবা নওশেদ রিয়াদ করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। মা-ছেলের শারীরিক পরিস্থিতি বিষয়ে রুয়াইফির মামা ইমরুল কায়েস চৌধুরী বলেন, তার ছোট বোন তাসমিহা ও ভাগনে রুয়াইফি কিছুটা সুস্থ।
রুয়াইফির বাবা নওশেদ রিয়াদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী।