স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন বিদেশ থেকে এসেছেন। আর বাকি ১৫ হাজার ৭৫৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
সবমিলিয়ে দেশটিতে ১১ লাখ ৪৬ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। আর একদিনে ১১ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে বলেও জানান হিশাম আব্দুল্লাহ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও জানান, এ পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছে। বাকি ১ লাখ ৯৯ হাজার ৫১ জন সক্রিয় রোগীর মধ্যে ১ হাজার ৬৩ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। আর ৫৩২ জনের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা লাগছে।
এদিকে, করোনা মহামারি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগে এক জোট হয়ে রাস্তায় নেমে এসেছে মালয়েশিয়ার বিরোধী এমপিরা। বিরোধী দলীয় এমপি আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ শতাধিক এমপি প্রতিবাদ জানাতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করে। সূত্র: শিনহুয়ার