ববঙ্গনিউজবিডি ডেস্ক : শারীরিকভাবে অসুস্থ বোধ করায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনা টেস্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো অসুস্থ মানুষ। প্রায়ই আমাকে বিভিন্ন সমাবেশে যেতে হয়। হাসপাতালে যেতে হয়েছে কয়েকবার। কাল (শনিবার) থেকে আমার শরীর খারাপ লাগছিল। যদিও আমার টেম্পেরেচার নাই, স্যাচুরেশন খুব ভালো। আমি নিশ্চিত হওয়ার জন্য মাঝে মাঝেই এই টেস্ট করাই। আজ (রোববার) সকালেই আমি টেস্ট করতে গিয়েছি। এখন সব আল্লাহর হুকুম।’
তিনি বলেন, ‘এখানে তো কিছু করার নেই। কখন কোনদিক কী এসে যায়, ‘‘ইউ নেভার নো’’। আমি সেই কারণেই ভার্চুয়ালি (সংবাদ সম্মেলন) করছি।’
এর আগে গত বছরের ১৯ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্যালক করোনায় আক্রান্ত হওয়ার পর বিএনপি মহাসচিব ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। এ ছাড়া সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়ে সেখানেও ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন তিনি। গত ১ মার্চ কুয়েত-মৈত্রী হাসপাতালে ভারতের সেরাম ইন্সিটিউটের তৈরি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।