বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত ও কানাডার মধ্যে চলমান টানাপোড়েনে কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে নানা খবরও প্রকাশ পেয়েছে। ভারত-কানাডা দ্বন্দ্বে ভারতের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন।
সাবেক এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে যদি কানাডা ও ভারতের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে ওয়াশিংটন নিশ্চিতভাবে দিল্লিকে বেছে নেবে।
তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিপক্ষে যে অভিযোগগুলো তুলেছেন, তা দিল্লির চেয়ে অটোয়াকেই বেশি বিপদে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য কানাডার চেয়ে কৌশলগত বেশি গুরুত্বপূর্ণ ভারত।
এদিকে, দুই দেশের এই সাম্প্রতিক টানাপোড়েনে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কারণ, উন্নত বিশ্বের যেসব দেশ আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ঘনিষ্ট মিত্র, তাদের মধ্যে কানাডা অন্যতম। অন্যদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ও কৌশলগত অংশীদার ভারত। সূত্র: এএনআই।