বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নর্থ গেইটে আফগান নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের গোলাগুলি হয়েছে। জার্মান বুন্দেসভেয়া টুইটারে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এ খণ্ড লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলো জড়িয়ে পড়েছে বলে বুন্দেসভেয়া জানিয়েছে। জার্মান বাহিনীর সব সৈন্য অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে তারা।