বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে বসেই এলএলএম পরীক্ষা শেষ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষা দেন তিনি। এ নিয়ে কারাগারে বসে মোট তিনটি পরীক্ষা দিলেন রিজভী।
এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দি রুহুল কবির রিজভীকে গত ৪ জানুয়ারি কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন আদালত।
ওইদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।