বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস, ৫০ তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী, ২৮ শে ফাল্গুন ১৩ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার থেকে শ্রীমৎ ভাগবত পাঠ আনতে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। শ্রীমদ্ভাগবত পাঠক, শ্রী রবীন্দ্রনাথ কর্মকার (শিক্ষক) কুঞ্জ সেবায় আছেন তুলসী দাস আগর ওয়ালা । অধিবাস কীর্তনে কীর্তনীয়া সংঘ, কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দির কালিহাতী, ১৭ ই মার্চ ২০২৫ সোমবার জামিনী অবসান পর্যন্ত চলবে মহানাম যজ্ঞ অনুষ্ঠান, নাম সুধা পরিবেশনায়, কৃষ্ণ মুরারী সম্প্রদায় পিরোজপুর, মীরার গিরিধারী সম্প্রদায় খুলনা, রাধা প্রিয়া অষ্টসখী সম্প্রদায় নড়াইল, গীত গোবিন্দ সম্প্রদায়ের সাতক্ষীরা, পাগল সম্প্রদায় দেলদুয়ার, গণেশ সম্প্রদায় হিঙ্গা নগর, আনন্দ সম্প্রদায় উত্তর কালিহাতী, নিত্যানন্দ সম্প্রদায় সখিপুর, আদি জয় কালী সম্প্রদায় কালিহাতী, ১৮ই মার্চ মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীমতি কল্যাণী ঘোষ ভারত, অসিত সরকার বগুড়া, উত্তম সাহা বগুড়া, কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত( মানু) সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরীর বিনীত নিবেদন ঃ উৎসবে আপনি আসবেন এবং আমাদের প্রতিনিধি হয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় প্রতিবেশী আসার জন্য নিমন্ত্রণ করবেন।