প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস কালিহাতী থেকে।
৫ এপ্রিল ২০২৫ রোজ শনিবার কালিহাতি ঝিনাই নদীর তীরে প্রতিবারের ন্যায় এবারও মহা অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে, হাজার হাজার পূর্ণার্থী এই মহা অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন। স্নান সেরে ড্রেস পরিবর্তন করার জন্য কালিহাতী কেন্দ্র জয় কালী বাড়ির মন্দির থেকে আলাদা প্যাভিলিয়ন করে দিয়েছেন।, স্থানীয় প্রশাসনের নজরদারিতে এই অষ্টমীর স্নান পরিচালিত হচ্ছে, এই উপলক্ষে কালিহাতি কেন্দ্রীয় জয় কালী বাড়ির মন্দির প্রাঙ্গনে বিশাল এক মেলা বসেছে। পাশাপাশি কালিহাতী উপজেলার বেশ কয়েকটি স্থানে এই অষ্টমীর স্নান অনুষ্ঠিত হচ্ছে যেমন ঘাটাইল এলেঙ্গা, টাঙ্গাইলের হিঙ্গানগর দেলদুয়ার, রতনগঞ্জ বল্লা, পূরনার্থীদের ভাষ্যমতে এই অষ্টমী স্নানে অংশগ্রহণ করলে সর্ব পাপ ক্ষয় হয় এমনটি জানিয়েছেন তাহারা।