গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসাইন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই প্রশিক্ষণ তারুণ্যের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে বেসিক কম্পিউটার শিক্ষা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
কালিহাতী উপজেলা এলজিইডি অফিসার,যুব উন্নয়ন কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা,
মাধ্যমিক শিক্ষা অফিসার,
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টার সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি তুলে ধরা হয়।
এতে স্থানীয় আর এস পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফাতেমা আলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন।
১০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ১০ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মকর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।