গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রনের একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে চোরেরা দোকানের পিছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে লকার ও আলমারি ভেঙে নগদ ১৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
দোকানের পার্টনার রায়হান তালুকদার জানান, ঈদুল ফিতরের ছুটির কারণে দোকান বন্ধ ছিল। বুধবার সকালে দোকান খুলে তারা দেখেন, লকার ও আলমারি খোলা, আর গুরুত্বপূর্ণ নথিপত্র ম্যানহোলে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বাজারে নাইটগার্ড রাখলে চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।