বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইলের কালিহাতী থেকে, পহেলা এপ্রিল রোজ মঙ্গলবার কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত, এই পুজো মূলত তিন দিন ধরে অনুষ্ঠিত হবে, প্রথম দিন শ্বেতলী পূজায় একটি পাঠা বলি হয় দ্বিতীয় দিন বারোটি পাঁঠা বলি হয় এবং তৃতীয় দিন ভক্তদের মানসী করা পাঁঠা বলি হবে এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় জয় কালীবাড়ীর সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, কেন্দ্রীয় কালীবাড়ী সদস্য বিকাশ কর্মকার তিনি জানিয়েছেন এ পর্যন্ত এই এলাকায় যত পূজা হয় সেই পাঁঠা বলি দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয় এ পর্যন্ত আমি 200 উপরে পাঁঠা বলি দিয়েছি। কালী পূজার শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।