নিজস্ব প্রতিবেদক : ২০১৯ ইং সালের নভেম্বর মাসের ২৬ তারিখ মোঃ মাজহারুল ইসলাম এবং মোঃ কামাল উদ্দিন দুই জনে মিলে আয়োজন, জাবেদ ফুড, হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, লাবনী, কোকোমো এবং সেইফলী সহ আরো প্রতিষ্ঠিত ১০ টা কোম্পানির জেলা কেন্দ্রীক ডিস্ট্রিবিউশন ব্যাবসা শুরু করে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ মোঃ মাজহারুল ইসলাম (পিতা- মোঃ ইসহাক) স্কলারশিপ নিয়ে ফ্যামিলিসহ লন্ডনে পাড়ী জমান। ২০২৪ সালের ডিসেম্বরের ১৭ তারিখে দেশে এসে একটু অসুস্থ হয়ে পড়ে। সুস্থ হয়ে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে ডিসেম্বরের ২১ তারিখে গেলে তার পার্টনার মোঃ কামাল উদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ইনভেস্টমেন্টের টাকা, ব্যবসার লাভ এবং অংশিদ্বারিত্ত্বের বিষয়টি অস্ব্যিকার করে। লোকবল নিয়ে জোরপূর্বক তারই গড়া প্রতিষ্ঠান থেকে তাকে বের করে দেয়া হয়।
এ ঘটনায় কামাল উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করতে গিয়ে তার মোবাইল বন্ধ পায়।
এ বিষয়ে ভিক্টিম মোঃ মাজহারুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন; বাবার বন্ধু আব্দুল মালেক লালমাই উপজেলার সাবেক চেয়্যারমেন ছিলেন এবং তার ভাইয়ের বন্ধু শাহিদুল ইসলাম (শাহীন) মন্ত্রী তাজুল ইসলামের একান্ত সহযোগী এবং সাবেক চেয়্যারমেন ছিলেন। আওয়ামীলীগের রাজনিতীর সাথে জড়িত থাকার কারণে তার লাখ-লাখ টাকার ক্ষতি এবং ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে। বাজার কমিটি এবং স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে ব্যাপারটা জানানো হয়েছে, তারা সমাধান না করতে পারলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।