নিজস্ব প্রতিবেদক : লন্ডন প্রবাসী মোঃ মাজহারুল ইসলাম, পিতা- মোঃ ইসহাক ১৭ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি জরুরী কাজে বাংলাদেশে আসে। দেশে আসার পর থেকে বিভিন্ন ফোন কলের মাধ্যমে হুমকি আসার কারণে সে তার আত্মীয়দের বাড়িতে আত্মগোপন করে। ২৮ই ডিসেম্বর ২০২৪ ইং আনুমানিক সকাল আটটার সময় হোন্ডা দিয়ে বিজরা থেকে হরিশ্চরে তার শশুর বাড়ীতে যাওয়ার পথে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্তরা কুমিল্লার ডাকাতিয়া নদীর পশ্চিম পাড়ে রাস্তা অবরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় স্থানীয় জনগণের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তার কাধের ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে বাংলাদেশি টাকায় ২ লক্ষ টাকা, ২টা ঘড়ি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনা পরবর্তীতে তারা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লাকসাম মমতাময়ী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। মমতাময়ীর ডাঃ এর সাথে কথা বললে ডাঃ জানায়; রুগীর অবস্থা উন্নতির দিকে রাতে বাড়ীতে নিয়ে যেতে পারবে, সাত দিন পর্যন্ত হাত নাড়ানো যাবে না, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। প্রয়োজনীয় ঔষধ চলবে, সাত দিন পর পূনরায় কিছু টেস্ট এবং এক্সরে করে রিপোর্ট দেখিয়ে নিতে হবে। রিপোর্টার অনলাইনে নিউজ আপডেটের সময় জানতে পারে এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে, ডাইরি নাম্বার SDR ১৬৮১/২৪।