1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিন্সকে দ্রুত গ্রেফতার দাবী: আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক-কে হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন *বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল ‘গোল্ড কিনেন’* বড়দিন উদযাপন ও শান্তা নিয়ে কিছু কথা ১৮ বছর বয়স হলেই ভাতা পাবেন হিজরা জনগোষ্ঠীর মানুষ সীতাকুণ্ডে খেজুর গাছ থেকে রস নামাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু গাইবান্ধার মহিমাগঞ্জে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চালু হচ্ছে রংপুর চিনিকল ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল : আমিনুল হক খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার মরহুম আলহাজ্ব মোঃ ফজলুল হক -এর ১ম মৃত্যু বার্ষিকী তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় স্মরণ সভা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সাথে ছাত্র পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

কুমিল্লায় স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করলেন তরুণরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম : কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে আগুনে পুড়িয়ে দিচ্ছেন আবার কেউ সড়কের পাশে গজিয়ে ওঠা ছোটখাটো ঝোপঝাড় পরিষ্কার করছেন। আজ শুক্রবার (১৬নভেম্বর) সকালে কুমিল্লা ইপিজেড রোড ইয়াসিন মার্কেট ২১ নং ওয়ার্ড এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। কুমিল্লায় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে ইয়াসিন মার্কেট রাস্তার দুইপাশের প্রায় ১ কিলোমিটার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।

এসব তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লায় ২১ নং ওয়ার্ড ইয়াসিন মার্কেট ইপিজেডে ১৮ হাজার শ্রমিক কাজ করে।এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ দৈনিক যাতায়াত করে। সড়কের দুই পাশে রয়েছে অনেক দোকান।দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে পলিথিনসহ ময়লা সড়কের পাশেই ফেলা হয়। এগুলো কখনও পোড়ানো বা সরানো হয়নি। ফলে ময়লা-আবর্জনাগুলো পচে পরিবেশ দূষিত হয়। এছাড়া সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কও কিছুটা সংকুচিত হয়ে পড়েছে।

সম্প্রতি স্থানীয় তরুণ শাওন, মারুফ,রায়হান, শাহাদাত, এসব কথা চিন্তা করে রাস্তার দুইপাশ পরিষ্কার করার উদ্যোগ নেন। বিষয়টি তিনি এলাকার কয়েকজন তরুণকে জানান। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে এলাকার ২৬-৩০ জন তরুণ ইয়াসিন মার্কেট এলাকায় রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এই কার্যক্রমের উদ্যোক্তা শাহাদাত হোসেন বলেন, ইয়াসিন মার্কেট অনেক বড় বাজার ইপিজে থাকার কারণে। এই এলাকার অনেক ঐতিহ্য আছে। এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। রাস্তার দুইপাশে অনেক মুদি দোকান ও সকল প্রকারের দোকান আছে। এসব দোকান থেকে পলিথিনসহ বিভিন্ন ধরনের ময়লা সড়কের দুইপাশে ফেলা হয়। এসব ময়লা-আবর্জনা কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিই। পরে এলাকার ছোট-বড় কয়েকজনের সঙ্গে বিষয়টি শেয়ার করি। তারা তাতে সাড়া দেন।’

তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আজ (শুক্রবার) থেকে কাজ শুরু করেছি। প্রায় ০৩ কিলোমিটার আজকে পরিষ্কার করেছি। এসব জায়গায় জীবানুনাশক স্প্রে ছিটিয়েছি। পাশাপাশি যেসব মুদি দোকানী রাস্তার পাশে ময়লা ফেলতেন তাদের সচেতন করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাওন,মো: মঈনুল হাসান সামি,ওসমান গনি, মোহাম্মদ হোসাইন, মো: রায়হান,মো: পলাশ আলী,সাদমান সাকিব (শুভ্র),ইফতেখার আলম,আব্দুল,আল কাইয়ুম,শাফিন আহমেদ
,আওলাদ হোসেন,রিজভী আহমেদ, নুরুল ইসলাম সায়মন,ফাইয়াজ ইফতেখার, মো: রাফি,মো: শাওন,শাহাজালাল আহমেদ, মো: মারুফ জয়,শিহাব আহমেদ, আব্দুর রহমান, নেয়ামত উল্লাহ,রবিউল হোসেন,মরিয়ম আক্তার, রাহিমা,আক্তার নওরিন,নিহা মজুমদার, নুসরাত জাহান হ্যাপি, জান্নাতুল ফেরদৌস।

২১নং ওয়ার্ডের কাজী অলিউল্লাহ বলেন, ‘যেকোনো কাজ সবাই মিলে এক সঙ্গে করলে তা সহজেই সম্পন্ন করা যায়, তা সচেতন শিক্ষার্থী সমাজের তরুণরা প্রমাণ করলেন। তারা রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। সকালে আমি তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেছি। তাদের মতো সবার উচিত নিজ নিজ এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা। তাহলে দেশ বদলে যাবে, এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com