এ কে এম আজাদ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম থানাধীন বাতাসিয়া ইউনিয়নের পাতড্ডা এলাকায় গত ২২ ডিসেম্বর, দুপুর আনুমানিক বারটায়, বীর মুক্তিযোদ্ধা আ: হাই কানু ( ৭৫ ) কে পূর্ব শত্রুতার জের ধরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে, জনসম্মুখে হেনস্ত করেন। বীর মুক্তিযোদ্ধা কে হেনস্ত করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। হেনস্ত করার ভিডিওটি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রচারের মাধ্যমে সংবাদ পরিবেশন করেন, বীর মুক্তিযোদ্ধা আ: হাই কানু জনসম্মুখে অপমান ও হেনস্ত করায় প্রধান উপদেষ্টা ও সুশীল সমাজ অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। গতকাল রাত্রে চৌদ্দগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্ত করায়, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মিছিল বাহির করেন।
আজ ২৪ ই ডিসেম্বর চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, ভিডিও ফুটেজ সনাক্ত করে, পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন চৌদ্দগ্রাম থানার
১ – মো: ইসমাইল মজুমদার ( ৪৩ )
২ – মো: জামাল উদ্দিন মজুমদার ( ৫৮ )
সা; কুলিয়ারা মজুমদার বাড়ি চৌদ্দগ্রাম কমিল্লা। ৩ – মো: ইলিয়াস ভুঁইয়া ( ৫৮ )
সা; কুলিয়ারা এহছাক ভূইয়া বাড়ি চৌদ্দগ্রাম।
৪ – আবুল কালাম আজাদ ( ৪৮ ) স; রায়কোট নাঙ্গলকোট। ৫ – ইমতিয়াজ আব্দুল্লাহ শাহজাদ ( ১৯ ) সা; মইশাদী চাঁদপুর সদর। পাঁচজন অভিযুক্ত আসামিদেরকে চলমান মামলায় অভিযুক্ত করে, কোটে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামান।