গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ সংবাদদাতা : শীতের সকালের কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি যেন সাদা চাদরে ঢাকা এক স্বপ্নরাজ্য। এর মধ্যেই জেগে ওঠে হলুদ রঙের শরিষা ফুলের অপরূপ মাধুর্য। কুয়াশার স্তর ভেদ করে সূর্যের প্রথম আলো যখন শরিষা ক্ষেতে পড়ে, তখন প্রকৃতি যেন হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস।
শরিষার ক্ষেতে দাঁড়ালে মনে হয়, প্রকৃতি তার রঙতুলি দিয়ে এক জাদুকরী দৃশ্য আঁকছে। কুয়াশার মায়াবী আবরণে ঢেকে থাকা ফুলগুলো শিশিরের নরম পরশে ঝিলমিল করে ওঠে। এই সৌন্দর্যের মাধুর্যে মুগ্ধ হয়ে কৃষকেরাও কয়েক মুহূর্ত থমকে দাঁড়ান, যেন প্রকৃতির এই অপূর্ব দৃশ্য তাদের ক্লান্তি ভুলিয়ে দেয়।
শরিষা ক্ষেতের এই দৃশ্য শুধু মানুষের চোখের প্রশান্তির নয়, এটি পরিবেশেরও এক অপরিহার্য অংশ। মৌমাছি ও প্রজাপতিরা ফুল থেকে পরাগ নিয়ে ব্যস্ত থাকে, আর তাদের এই পরাগায়নের কাজ সরিষা চাষে ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শীতের সকালে এমন দৃশ্য যে কারও মনকে প্রশান্তি দেবে, প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবে। শরিষা ফুলের এই নান্দনিক সৌন্দর্য যেন আমাদের শিখিয়ে দেয়, কুয়াশার আড়ালেও লুকিয়ে থাকে উজ্জ্বল এক রঙিন দুনিয়া।