আরিফুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারায় ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ধর্ষকের নাম সালাম (৪৫) পেশায় একজন দর্জি।পুলিশ সূত্রে জানা যায় আজ শনিবার সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে চরদামুকদিয়া গ্রামের মামুন হোসেনের শিশু সন্তান মায়া খাতুন(৬), জেলার মিরপুরধীন সাতমাইল এলাকায় তার নানার বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে আসে।শনিবার সকাল ১১ টার দিকে নানার বাড়ীর সামনে খেলা ধুলা করতে ছিলো এসময় পাশের বাড়ীর পাশের মৃত মহির উদ্দিন এর ছেলে সালাম( ৪৫) শিশু মায়াকে পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষক ছালাম তার নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে বলে জানা যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ অভিযুক্ত সালামকে স্থানীয় আটক করে ভেড়ামারা থানা পুলিশের নিকট সপর্দ করে।
পরে শিশু মায়া বাসায় এসে তার মায়ের কাছে পুরো ঘটনা জানালে তার পরিবার তাকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।