বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জামালপুরের কূখ্যাত মাদক ব্যবসায়ী জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর গ্রামের বাসিন্দা মরহুম জহুরুল হকের পুত্র কূখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হক অপারেশন ডেভিল হান্টের হাতে নিজ বাড়ি থেকে বুধবার সকাল ১০টায় আটক। নিউজে বিস্তারিত আসবে। মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তি অনুযায়ী সে ২০১২ সাল থেকে মাদক ব্যবসা করে আসছে। একবার ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেল খেটেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করছে। মাদক ব্যবসায়ী জিয়াউল জানায় সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসে। পরে সে বিভিন্ন ব্যাক্তি ও সাবডিলারদের কাছে সরবরাহ করে থাকে। তার অধিকাংশ কাস্টমার রাজনৈতিক নেতা, কর্মী বলে সাংবাদিকদের কাছে প্রকাশ করে। তার কঠোর শাস্তি হোক এলাকাবাসী জোর দাবী জানান। তাকে রিমান্ডে নেয়া হলে জামালপুরসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের নাম বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর দাবী।