মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১১টায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. সাকিবুল বলেন, রাতে হঠাৎ হাজতি কালাম অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কি মামলায় সে কবে থেকে কারাগারে আছেন সেটা জানা নেই।
হাজতি কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ থেকে এক হাজতিকে রাতে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।