বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান। ফলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ এখন সময়ের ব্যাপার। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করতে এরইমধ্যে প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছেছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার।
সেখানে যুক্তরাষ্ট্র ও কাতারের কূটনীতিকদের উপস্থিতিতে আলোচনার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করবেন বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে ঘানির পদত্যাগের পর কে হচ্ছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান?
নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৌড়ে এই মুহূর্তে আলোচনায় এগিয়ে রয়েছেন জার্মানিতে নিযুক্ত সাবেক আফগান রাষ্ট্রদূত আলি আহমদ জালালি। তবে আরেকটি সূত্র বলছে, একজন সাবেক কূটনীতিকের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বদলে সরাসরি নিজেদের একজনকেই প্রেসিডেন্ট হিসেবে চাইতে পারে তালেবান। সেক্ষেত্রে তালেবান প্রধান মোল্লা আবদুল গণি বারাদারই এগিয়ে থাকবেন।
এর আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে দলটি। একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান, কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। এরপর আজ রোববার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল। এখন পুরো দেশেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে সশস্ত্র বিদ্রোহী এই গোষ্ঠীটি।