বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেটার মোশাররফ রুবেলের যে করুণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা দেখে অনেকেই হায় হায় করেছেন। দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটার, যিনি কি না দু-তিন বছর আগেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তার এতটা খারাপ অবস্থা দেখে সবারই মন খারাপ।
আজ বুধবার (১৬ মার্চ) জানা গেছে, গত মঙ্গলবারের চেয়ে আজ একটু ভালো বোধ করছেন তিনি। মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি গণমাধ্যমকে জানান, সোমবার যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, আজ বুধবার তার তুলনায় ভালো।
চৈতি বলেন, ‘গতকাল মঙ্গলবার একটু-আধটু রেসপন্স করলেও কথা বলতে পারেনি রুবেল। আল্লাহর রহমতে আজ একটু-আধটু কথা বলেছেন এবং রেসপন্সও আগের চেয়ে ভালো। মুখে না পারলেও নাকে নল দিয়ে তরল খাবার গ্রহণ করেছেন।’
তিনি আরো জানান, ‘ডাক্তাররা আশা করছেন, আগামীকাল (বৃহস্পতিবার) অবস্থা আরও একটু স্টেবল হবে এবং বৃহস্পতিবার না হলেও শুক্রবার নাগাদ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।’
প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মুখে একদমই খেতে পারছিলেন না। না খেতে খেতে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। প্রচণ্ড পানিশূন্যতায় ভুগতে শুরু করেন। পাশাপাশি তার সোডিয়াম লেভেলও অনেক বেড়ে যায়।