1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম’র ২০২৫-২০২৭ কমিটি গঠন জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক *বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন* পটুয়াখালী জেলায় বহুল কাঙ্খিত গলাচিপা সেতুটি হলে কমবে পথ, বাঁচবে সময় ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ আগামীকাল হাসান আরিফের দাফন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাজস্থলীতে প্রশাসনের বিশেষ সভা। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

ক্ষোভের মুখে পিছু হটল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাপক অসন্তোষের মুখে অবশেষে দিনে আট ঘণ্টা পানি সরবরাহের সিদ্ধান্ত থেকে পিছু হটল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এখন থেকে সিটি এলাকায় ১৬ ঘণ্টা পানি সরবরাহের কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন।

জানা গেছে, গত ২৪ মে দিনে ৮ ঘণ্টা পানি সরবরাহের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এতে করে বিভিন্ন এলাকায় প্রবলভাবে পানি সমস্যা দেখা দেয়। গোটা সিটি এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। নগরবাসীর অভিযোগ, ঢাকা ওয়াসা থেকে পানি সরবরাহের দায়িত্ব গ্রহণের দু বছর হতে চলল, এখানো বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেনি সিটি করপোরেশন। তার ওপর দিনে ৮ ঘণ্টা পানি দেওয়ার ঘোষণা নগরবাসীর জন্য মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেয়। প্রতিবাদের মুখে মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে পানি সরবরাহের সময় আট থেকে বাড়িয়ে ১৬ ঘণ্টা করা হয়।

নাসিকের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন জানান, এখন রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত পানি সরবরাহ করা হবে। আবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে পানির পাম্প। এ সময়ের মধ্যে গ্রাহকদের প্রয়োজনীয় পানি সংরক্ষণ করে রাখার অনুরোধ জানানো হচ্ছে।

আজগর হোসেন বলেন, এই সময় অনুযায়ী দুই বেলা পানি সরবরাহ করলে কোনো সমস্যা থাকবে না। এতে বিদ্যুতেরও ২৫ শতাংশ সাশ্রয় হবে। তা ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে রাজস্ব আদায়ও বাড়বে।

২০১৯ সালের ১ নভেম্বর ঢাকার সোনারগাঁ হোটেলের সুরমা হলরুমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ঢাকা ওয়াসার সব কার্যক্রম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এনসিসির পধান নির্বাহী পকৌশলী এহতেশামুল হক। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ঢাকা ওয়াসার দায়িত্ব দেওয়ার পর আরো উন্নত হবে আশা করি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, সবাই বুঝে আমরা অনেক এগিয়েছি। ওয়াদা অনুযায়ী জনগণের চাহিদার পানি পৌঁছে যাবে।

ওই অনুষ্ঠানে মেয়র আইভী বলেছিলেন, ইতিমধ্যে নাসিকের সঙ্গে দাতা সংস্থার যোগাযোগ শুরু করেছে। সিটি করপোরেশন ওয়াসার দায়িত্ব নিলে জনগণ খুশি হবে। আমি ওয়াসার দায়িত্ব নেয়ার পর আপনি মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি ও জনগণকে নিয়ে অনুষ্ঠান করব। ইতিমধ্যে নাসিকের প্রায় ৮০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হবে, নাসিকে পানির অভাব হবে না। ওয়াসা দায়িত্ব নেয়া পর থেকে নাসিক এভাবে কাজ শুরু করবে, কিন্তু আমাদের সময় দিতে হবে জনগণকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। নাসিক যখন ওয়াসা দায়িত্ব নিবে, তখন থেকে ২ বছরের মধ্যে সুপেয় পানি দিতে পারব।

এদিকে দায়িত্ব নেয়ার ২ বছর হতে চললেও পানি সংকটর সমাধান হয়নি। বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করতে ব্যর্থ হলেও ডিপ টিউবওয়েলের ওপর বড় অংকের কর নির্ধারণ করে সিটি করপোরেশন। এ নিয়ে নগরবাসী প্রতিবাদমুখর হয়ে উঠলে সেই সিদ্ধান্ত থেকেও পিছু হটে সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com