বঙ্গনিউজবিডি রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রপ্রধান শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান (৭৩) আজ শুক্রবার মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ভার্চুয়ালী এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ মৃত্যুবরণকারী আমিরাতের রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রীয় ডিফেন্স ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানকে বিশ্ব বরেণ্য একজন দানবীর আখ্যায়িত করে বলেন, যিনি নিজের সম্পদ হতে বিশ্বের দুঃস্হ্যদের সহায়তায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারেরও অধিক ব্যায় করেছেন। যা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে রইবে।
সাদ এরশাদ এমপি, আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে সেদেশে বসবাসকারী ও কর্মরত সকল বাংলাদেশী জনগণের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এবং শোকাহত পরিবার এবং আরব আমিরাতবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।