বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমেছে। তার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।
শুক্রবার সকালে গণমাধ্যম তিনি বলেন, ‘ম্যাডামের শরীরের তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কমেছে।’
এর আগে ঈদুল আজহার দিন গতকাল বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তাঁর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান। এ সময় তিনি বলেন, করোনা টিকা নেওয়ার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য তাঁর বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।
এর আগে, ১৯ জুলাই সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বাসার আরও পাঁচজন।